ফ্রিল্যান্সারের কি শিক্ষা এবং প্রশিক্ষন প্রয়োজন

ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন ধরনের প্রশিক্ষন প্রয়োজন হয়? কিংবা কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় ?
যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন প্রশ্ন। কতটুকু শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় কিংবা এজন্য বিশেষ কোন ট্রেণিং কতটা জরুরী সেটা তুলে ধরা হচ্ছে এই পোষ্টে।



শিক্ষাগত যোগ্যতা
ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসতে হবে কি-না এটা স্বাভাবিক প্রশ্ন।
বাস্তবে বহু সফল ফ্রিল্যান্সারের দেখা পাওয়া যাবে যারা উচ্চশিক্ষা লাভ করেননি। একথা বলার অর্থ এই না যে উচ্চশিক্ষা ডিগ্রী লাভ করা এবং না করার মধ্যে পার্থক্য নেই। বরং দুটি বিষয়কে দুভাবে ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করা যেতে পারে।


.        কোন ডিগ্রী না থাকা
উল্লেখ করার মত শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে ভয় পাওয়ার কোন কারন নেই। সাধারনভাবে ধরে নিতে পারেন, কেউই আপনাকে প্রশ্ন করবে না আপনি কতদুর পড়াশোনা করেছেন। আপনার দক্ষতাকে ঠিকভাবে প্রোফাইলে প্রকাশ করলে ডিগ্রী কোন বাধাই না।
.        ডিগ্রী থাকা
কোন বিষয়ে উচ্চতর পড়াশোনা করলে সেটা বিফলে যাবে না। আপনার প্রোফঅইলে সেটা উল্লেখ করলে কাজ কিছুটা সহজ হবে। তবে একথাও মনে রাখা প্রয়োজন, যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ের সাথে পড়াশোনা কতটা সামঞ্জস্যপুর্ন সেটাও মনে রাখা জরুরী। দক্ষতার সাথে ডিগ্রী থাকলে কাজ ভালভাবে করার সম্ভাবনা থাকে, কাজের জন্য বেশি অর্থ পাওয়ার পথ তৈরী হয়।
দুটি বিষয়কে একসাথে করলে যা দাড়ায়, উল্লেখ করার মত ডিগ্রী থাকুক না নাই থাকুক, ফ্রিল্যান্সার হিসেবে ভাল করা সম্ভব।

বিশেষ প্রশিক্ষন
ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিশেষ কোন প্রশিক্ষন কি প্রয়োজন আছে ?
হয়ত। কারো জন্য প্রয়োজন, কারো না থাকলেও সমস্যা নেই। নিজের উদাহরন উল্লেখ করলে বুঝতে কিছুটা সুবিধে হতে পারে। আমার পড়াশোনার বিষয় ছিল ইলেকট্রণিক্স, বর্তমানে কাজ পুরোটাই গ্রাফিক ডিজাইন এবং এনিমেশনের। অথচ এ বিষয়গুলিতে কোথাও ট্রেণিং নেয়া প্রয়োজন হয়নি।
বিষয়টি এভাবে দেখতে পারেন, যদি নিজে চেষ্টা করে শিখতে পারেন তাহলে ট্রেণিং প্রয়োজন নেই। বইপত্র-টিউটোরিয়াল দেখে ক্রমাগত চেষ্টা করে নিজের দক্ষতা বাড়াতে পারেন।
তবে বিশেষ কিছূ বিষয়ে ট্রেণিং ছাড়া কাজ করা কঠিন। শুধুমাত্র বই পড়ে প্রোগ্রামার হওয়া কঠিন। যারা বাস্তবে প্রোগ্রামিং এর কাজ করেন তারা অভিজ্ঞতা থেকে এমন কিছু পদ্ধতি ব্যবহার করেন যা বইপত্রে সাধারনত পাওয়া যাবে না। একাউন্টিং আরেক উদাহরন।
কোন বিষয়ে ফ্রিল্যান্সার হতে চান ঠিক করার পর নিজেকে প্রশ্ন করতে পারেন, যে কাজ করতে হবে সেকাজ কি নিজেই শিখে নেয়া সম্ভব ? না-কি কোন ব্যক্তি বা প্রতিস্ঠানের সাহায্য প্রয়োজন।
যদি প্রয়োজন বোধ করেন তাহলে যত দ্রুত সম্ভব তাদের সাথে যোগাযোগ করাই ভাল।
পরিকল্পনা করতে পারেন এভাবে;
.        যে কাজ করতে চান সেই কাজ ভালভাবে বোঝার চেষ্টা করুন। অন্যদের কাজের উদাহরন দেখুন। সেজন্য কি কি প্রয়োজন জানুন। সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিন।
.        শেখার জন্য কি কি পাওয়া সম্ভব খোজ নিন। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে টিউটোরিয়াল পেতে পারেন, অনলাইনে বহু ধরনের কোর্স করার ব্যবস্থা আছে, এছাড়াও বানিজ্যিকভাবে যারা ট্রেনিং দেন তাদের সাহায্য নেয়া যেতে পারে।
.        যে সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক রাখুন। ঘনঘন সিদ্ধান্ত পরিবর্তন করে কোন কাজেই সফল হওয়া যায় না।

Comments

Popular Posts