তৈরী করুন ওয়েব ফটো গ্যালারী
বলে রাখা ভালো যে আপনি যে ছবিগুলো দিয়ে ওয়েব গ্যালারী বানাতে চান সে ছবিগুলো একটি ফোল্ডারে ভিতর রেখে যে কোন ড্রাইভে সেভ রাখুন।
নিচের চিত্রে আপনার সেটিংগুলি দিন। যেমন প্রথমে গ্যালারী স্টাইল নির্বাচন করুন বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরী আছে আপনার পছন্নমত একটি নির্বাচন করুন
ই-মেলে কিছু দেওয়ার দরকার নাই তবুও আপনার প্রয়োজন হলে দিতে পারেন। সোর্স অপশনে Folder অপশনটি থাকবে, নিচে ব্রাউজ বাটনে ক্লিক করুন, যে ফোল্ডারে আপনার ছবিগুলো রেখেছেন সেই ফোল্ডরটি চিনিয়ে দিন। ডেসটিনেশন এ যেখানে সেভ করবেন মানে যে ড্রাইভে সেভ করবেন সে খানে একটি নতুন ফোল্ডার তৈরী করে ওকে চাপুন, বাকী সেটিংগুলি চিত্রের ন্যায় থাকবে ইচ্ছে করলে আপনি মটিফাই করতে পারেন নতুনত্বের জন্য, এবার ওকে চাপুন । ওকে করার পর অটোমেটি কাজ শুরু করবে এবং কিছুক্ষন পর ফাইলটি ্ব্রাউজারে ওপেন হবে। যে ফোল্ডারে এই কাজগুলি সেভ করেছেন দেখেন ঐ ফোল্ডারে কতগুলো ফোল্ডার ক্রিয়েট হয়েছে এগুলো হচ্ছে ওয়েব গ্যালারী তৈরীর প্রক্রিয়া যেমনটা ওয়েব ডিজাইনার রা করে থাকেন। গ্যালরী আবার দেখতে চাইলে সেভ করা ফোল্ডারে দেখেন Index নামে একটি html ফাইল আছে তাতে ডাবল ক্লিক করুন ওয়েব গ্যালারী ব্রাউজারে ওপেন হবে। ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ
চিত্রে একটি ওয়েব গ্যালারী
Comments
Post a Comment