আসুসের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুসের একমাত্র পরিবেশক গেমারদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড স্ট্রিক্স জিটিএক্স ৯৮০টিআই।
Strix GTX980TI Graphics Cardপিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের এ গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১৩১৭ মেগাহার্জ ও মেমোরি ক্লক ৭২০০ মেগাহার্জ; যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয় । শূন্য (০) ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার; যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। ওপেন জি এল ৪.৫ সমর্থিত, ৬ জিবি জিডিডিআর ৫ ভিডিও মেমোরি সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৪০৯৬*২১৬০ রেজ্যুলেশন প্রদান করতে পারে।
এইচডিসিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরও রয়েছে ১টি ডিভিডিআই আউটপুট, ১টি এইচডিএমআই আউটপুট ও ৩টি ডিসপ্লে পোর্ট। কার্ডটির সঙ্গে রয়েছে একটি পাওয়ার কেবল এবং একটি স্ট্রিক্স লেজার স্টিকার। গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুতগতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর মূল্য রাখা হয়েছে ৭৫ হাজার টাকা।
সূত্র: বিজ্ঞপ্তি

Comments

Popular Posts