আসুসের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুসের একমাত্র পরিবেশক গেমারদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড স্ট্রিক্স জিটিএক্স ৯৮০টিআই।
এইচডিসিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরও রয়েছে ১টি ডিভিডিআই আউটপুট, ১টি এইচডিএমআই আউটপুট ও ৩টি ডিসপ্লে পোর্ট। কার্ডটির সঙ্গে রয়েছে একটি পাওয়ার কেবল এবং একটি স্ট্রিক্স লেজার স্টিকার। গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুতগতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর মূল্য রাখা হয়েছে ৭৫ হাজার টাকা।
সূত্র: বিজ্ঞপ্তি
Comments
Post a Comment